×

অর্থনীতি

শেয়ারবাজারে ঈদের ছুটি ৯ দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ০৬:১৪ পিএম

ঈদুল আজহা উপলক্ষে আগামী ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত টানা ৯ দিন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১২ আগস্ট ঈদুল আজহা পালিত হবে। এ কারণে সারকারিভাবে ১১, ১২ ও ১৩ আগস্ট অর্থাৎ রোব, সোম ও মঙ্গলবার ছুটি থাকবে। এর আগের শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) দু’দিন সাপ্তাহিক ছুটি। ফলে ৮ আগস্ট লেনদেন হওয়ার পর ঈদের আগে শেয়ারবাজারে আর লেনদেন হবে না।

ঈদের সাধারণ ছুটি শেষ হওয়ার পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা। তবে এ দিন শেয়ারবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। এর ফলে টানা ৯ দিন বন্ধ থাকছে দেশের শেয়ারবাজার।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও শেয়ারবাজারে ৯ দিন লেনদেন বন্ধ ছিল। ওই সময় ঈদের ছুটি শুরু হওয়ার আগে ৩১ মে ও ১ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় শেয়ারবাজারের লেনদেন বন্ধ ছিল। এরপর ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App