×

জাতীয়

রামগঞ্জে ১১ ডেঙ্গু রোগী সনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ০৪:৪৫ পিএম

রামগঞ্জে ১১ ডেঙ্গু রোগী সনাক্ত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে হটাৎ করেই ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানালেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪ দিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১১জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সাধারণ ওয়ার্ডে অন্য রোগীদের সাথে চিকিৎসা দেয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে জানালেন বিভিন্ন রোগীর আত্মীয়স্বজনরা। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স তানিয়া আক্তার জানান, গত কয়েকদিনে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১১জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তারা হলেন, মোঃ আনোয়ার হোসেন (৩২), মোঃ রুবেল (২৭), মোঃ মুরাদ হোসেন (২৭), মোঃ ইব্রাহীম (১৮), মহসিন (২৪), মোঃ মাসুদ (৪০), মোঃ নাঈম (১৭), রাকিব হোসেন (২২) ও মোঃ হৃদয় (২২)। এদের মধ্যে ৭জনকে তাদের আত্মীয়স্বজনরা চিকিৎসকরা অন্যত্রে নিয়ে গেছেন। রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে গত কয়েকদিনে রামগঞ্জ পুলিশ ব্যারাক, সরকারী হাসপাতাল, উপজেলা পরিষদ এলাকা, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় মশক নিধন ঔষধ ছিটিয়েছেন বলে জানা যায়। এছাড়া বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ স্বস্ব এলাকায় ব্যক্তিগত উদ্যেগে ময়লা আর্বজনা অপসারন, কচুরিপানা পরিস্কারসহ মশক নিধনে ভূমিকা রাখছেন। রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী বলেন, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না থাকায় পৌরসভার সম্পূর্ন এলাকাতে মশক নিধন ঔষধ ছিটানো সম্ভব না হলেও গুরুত্বপূর্ন স্থানগুলোতে ছিটানো হয়েছে। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার জানান, হসপিটালে বিভিন্ন রোগে আক্রান্তর সংখ্যা বেশি হওয়ায় বাধ্য হয়ে সাধারণ রোগীদের সাথে একই ওয়ার্ডে চিকিৎসা দিতে হচ্ছে। তবে ডেঙ্গু রোগীদের আমরা আলাদা করে মশারী টানিয়ে চিকিৎসা দিচ্ছি, এতে কোন সমস্যা হচ্ছে না। বর্তমানে হাসপাতালে ১১জন ডেঙ্গু রোগীর চিকিৎসা হচ্ছে। অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট শাখায় নিয়মিত যোগাযোগ রাখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App