×

জাতীয়

মাগুরা সদর হাসপাতলে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ০৪:৫১ পিএম

মাগুরা সদর হাসপাতলে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি
মাগুরা সদর হাসপাতলে ২০ জন ডেঙ্গু রোগী ভরমাগুরা ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে । গতকাল রবিবার পর্যন্ত মাগুরা আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২০ জন ডেঙ্গু রোগী । ডেঙ্গু রোগী রবিউল ইসলাম (২০),আমীর (২১), বায়োজিত (৩২), রাজিন (৪৩) সহ আরো অনেকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন গত কয়েকদিন । মাগুরা মহম্মদপুর উপজেলার বড় বালিয়া ডাঙ্গা গ্রামের ডেঙ্গু রোগী রবিউল ইসলামের মা হাসিনা বেগম জানান, আমার ছেলে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে । সে গত ৩১ জুলাই তারিখ সে বাড়িতে চলে আসে । তারপর থেকেই তার জ্বর, গায়ে ব্যথা ,বর্মি, নাক নিয়ে রক্তসহ চোখ লাল দেখা যায় । আমরা ১ জুলাই সাথে সাথে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করি । ডেঙ্গুতে আক্রান্ত মাগুরা শ্রীপুরের আমীরের নানী রোকেয়া বেগম জানান, ২ দিন ধরে জ্বর থাকায় আমরা গ্রাম্য ডাক্তার দেখায় কিন্ত কোন কাজ না হওয়ায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসি । তার পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লে এখানে ভর্তি করি । অন্য দিকে, আসিফ হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরা আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের বাবর আলী মোল্লার পুত্র আসিফ ঢাবি’র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আসিফের ভাই রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তার ভাই আসিফ ঢাকার হাতিরপুল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। সেখান থেকে জ্বরে আক্রান্ত হলে ২৫ জুলাই ঢাকা মেডিকেলে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ওই অবস্থায় পরদিন তিনি বাড়ি চলে আসলে তাকে মাগুরা সরকারি আড়াইশ’ বেড হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরা আড়াইশ’ শয্যা হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার মসিউর রহমান জানান,ডেঙ্গু রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা ওয়ার্ড ও ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে । রবিবার পর্যন্ত ২০ জন ডেঙ্গু রোগী রোগী চিকিৎসা নিচ্ছে। তাদের জরুরি বিভাগের পাশের ২টি কক্ষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বর অবস্থায় কোন রোগী আসলে আমরা তাদের পরীক্ষা শেষে কনসালটেন্ট ডাক্তার দ্বারা নিরীক্ষা করি । তারপর ডেঙ্গু পজেটিব হলে আমরা তাকে ভর্তি করছি । তবে চিকিৎসা ব্যবস্থা থাকলেও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ভালো কোন ব্যবস্থা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App