×

খেলা

নতুন ঠিকানায় মুশফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ১২:৩৭ পিএম

দেশের জনপ্রিয় বিপিএলের সপ্তম আসর বসবে এ বছর ৩ ডিসেম্বর। ইতোমধ্যে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা শুরু হয়ে গেছে। এমনকি দেশ-বিদেশের সেরা ক্রিকেটাররা কে, কোন ফ্রাঞ্চাইজি দলে খেলবেন তা নিয়েও বিপিএল ভক্ত-সমর্থকদের জল্পনা-কল্পনার শেষ নেই। তাই আসন্ন বিপিএল উপলক্ষে এরই মধ্যে নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজি দলগুলো। এ ছাড়া তারকা ক্রিকেটাররা বিপিএলের আসন্ন আসরে নতুন দলে নাম লেখানোর কাজে ব্যস্ত। দলবদলের কাজটি সবার আগে শুরু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সপ্তম আসরে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন তিনি। টানা তিন মৌসুম খেলার পর এবার ঢাকা ডায়নাইমাইটস ছেড়ে নতুন দলে যোগ দিলেন এই তারকা। তবে সাকিবের পর এবার দলবদল করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। তিনি বিপিএলের সপ্তম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে খেলবেন। এ নিয়ে এবারের বিপিএলে দুটি দল তাদের আইকন খেলোয়াড় চ‚ড়ান্ত করল। গত আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা। এবারো শিরোপা জয়ের স্বাদ নিতে চায় ফ্রাঞ্চাইজি দলটি। দুর্দান্ত ক্রিকেটার মুশফিককে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল। তিনি বলেছেন, বিশ^কাপের পর পরই মুশফিকুর রহিমের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তামিম ইকবাল এ বছর আমাদের সঙ্গে নেই বলেই আমরা মুশফিককে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। চলতি বছর আমাদের দলের আইকন হিসেবে মুশফিক খেলবেন। বিপিএলের গেল মৌসুমে চিটাগং ভাইকিংসের হয়ে মাঠ মাতান মুশফিক। তার অধীনেই বন্দর নগরীর দলটি ষষ্ঠ আসরের প্লে-অফ নিশ্চিত করেছিল। এ ছাড়া গত আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তাই এবার সপ্তম আসরে মুশফিকের কাছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভক্তদের প্রত্যাশা বেশি থাকারই কথা। তবে আগের আসরে কুমিল্লার আইকন ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। তারপর গুঞ্জন শুরু হয় যে, চ্যাম্পিয়ন হলেও মৌসুমজুড়ে ম্যানেজমেন্টের সঙ্গে তামিমের ছিল দ্ব›দ্ব। আর সে কারণেই কুমিল্লার ড্রেসিংরুম ছিল অশান্ত। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। নাকি বর্তমানে তামিমের পারফরমেন্স ভালো নয় বলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে নেননি। তবে এসব প্রশ্নের উত্তর জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App