×

বিনোদন

জুলাইয়ে জমেছে নাট্যাঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ০২:২০ পিএম

জুলাইয়ে জমেছে নাট্যাঙ্গন
কখনো রোদ কখনো বৃষ্টি। প্রকৃতির বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলতি জুলাই মাসে নাট্যাঙ্গনে বইছে সুবাতাস। এ মাসেই মঞ্চে এসেছে হাফ ডজনেরও বেশি নতুন নাটক। বেড়েছে নাটকের দর্শকও। এ ছাড়া প্রথমবারের মতো ঢাকার মঞ্চে অভিনয় করেছেন অঞ্জন দত্তের মতো জনপ্রিয় তারকা। চলতি জুলাই মাসে ঢাকার নাট্যাঙ্গন নিয়ে প্রতিবেদন সাজিয়েছেন শাহনাজ জাহান
দুই নাটকের দুই মাইলফলক গত ১২ জুলাই, শুক্রবার ছিল অবিরাম বৃষ্টি। তবু দমাতে পারেনি নিত্যপুরাণ নাটকের দর্শকদের। ওইদিন নাটকটির শততম প্রদর্শনী দেখতে এসে টিকেট না পেয়ে ফিরে গেছেন দর্শক। দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। তার পরদিনই ১৩ জুলাই নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় থিয়েটার নাট্যদল প্রযোজিত ‘মেরাজ ফকিরের মা’ নাটকের ২০০তম মঞ্চায়ন। আবদুল্লাহ আল-মামুনের রচনা ও নির্দেশনায় নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৯৫ সালে। নাটকটির ২০০টি প্রদর্শনীতেই অভিনয় করার গৌরব অর্জন করেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার ও মারুফ কবির। এই তিন শিল্পীকে এদিন সম্মাননা স্মারক দেয়া হয়। বইছে নতুন নাটকের জোয়ার গত জানুয়ারি থেকে চলতি জুলাই পর্যন্ত দেশের নাট্যাঙ্গনে এসেছে ৩০টিরও বেশি নতুন নাটক। এর মধ্যে চলতি সপ্তাহেই মঞ্চে এসেছে কয়েকটি নতুন নাটক। গত ১০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনে নতুন নাটক ‘অপরেরা’। এটি নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক আশিক রহমান লিয়ন। ১৯ জুলাই আপস্টেজ নাট্যদল মঞ্চে আনে বুদ্ধদেব বসুর উপন্যাস ‘রাত ভরে বৃষ্টি’। উপন্যাস থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। অভিনয় করেছেন প্রশান্ত হালদার, কাজী রোকসানা রুমা ও রঞ্জন দে সাথী। ২১ জুলাই বাতিঘর নাট্যদল মঞ্চে আনে ‘হিমুর কল্পিত ডায়েরি’। চলতি বছরের এপ্রিলে আত্মহত্যা করা নওশাদ হাসান হিমু স্মরণে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সরকার মুক্তনীল। এতে একক অভিনয় করেন সাদ্দাম রহমান। ২৫ জুলাই থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে আনে কবি কালিদাসকে অবলম্বন করে রচিত নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। ভারতীয় নাট্যকার মোহন রাকেশের রচনা থেকে বাংলায় অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক এবং নির্দেশনা দিয়েছেন অলোক বসু। একই দিন ওপেন স্পেস থিয়েটার মঞ্চে আনে ‘এন্ড দেন দেয়ার হোয়ার নান’। ৩০ জুলাই মঞ্চে আসে থিয়াট্রেন প্রযোজিত নাটক ‘সিচুয়ানের সুকন্যা’। নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামাণিক। আর গতকাল শুক্রবার মেঠোপথ থিয়েটার মঞ্চে এনেছে শামীমা আক্তার মুক্তার একক অভিনীত নাটক ‘পুতুলটিকে দেখে রেখো’। নতুন নাট্যদলের আত্মপ্রকাশ নন্দিত নাট্যনির্দেশক ড. মোহাম্মদ বারীর নেতৃত্বে ২৫ জুলাই যাত্রা শুরু করেছে নতুন নাট্যদল ‘অনুস্বর’। ওইদিনই গ্রুপ থিয়েটারভিত্তিক এ দলটির লোগো উন্মোচন করা হয়। লোগো ডিজাইন করেছেন শিল্পী শাহীনুর রহমান। দলটির ঘোষণাপত্রে বলা হয় মানুষের মুক্তি, অসাম্প্রদায়িক মানবিক সমাজ আর সুন্দরের আরাধনা অনুস্বর-এর স্বপ্ন। এ স্বপ্ন প্রকৃত অর্থে মানুষেরই। অনুস্বর-এর নাট্য অভিযাত্রায় মানুষই মুখ্য। অনুস্বরের সাংগঠনিক কাঠামোতে রয়েছেন দলপ্রধান মোহাম্মদ বারী, নির্বাহী সম্পাদক প্রশান্ত হালদার, সম্পাদক (দৃশ্যশিল্প) শাহীনুর রহমান, সম্পাদক (প্রশিক্ষণ) সাইফ সুমন, সম্পাদক (অর্থ) রঞ্জন দে সাথী। এ ছাড়া দলটির সদস্য হিসেবে আছেন পিয়ার মোহাম্মদ, ফরিদা লিমা, সুমন মজুমদার, সাকিল সিদ্ধার্থ, সাইদ সোহেল, পাভেল রহমান, আকিব বাবু, রুবেল অরভিল, মাহফুজ সুমন, হুজাইফা সুহেল, এস আর সম্পদ, আসিফ মামুর পাইলট, মাজেদুল মিঠু, সরকার জামান, সূচি, রাকিবুল ইসলাম, আবীর সায়েম, শাকিল মাহমুদ, শাহনাজ জাহান। আলোচিত গত ৯ জুলাই রাজধানীর মহিলা সমিতি মঞ্চে প্রথমবারের মতো অভিনয় করেন জনপ্রিয় ভারতীয় গায়ক, অভিনেতা অঞ্জন দত্ত। ওইদিন অঞ্জন অভিনীত ও নির্দেশিত ‘সেলসম্যানের সংসার’ নাটকটি মঞ্চস্থ হয়। এ ছাড়া গত ১৯ জুলাই সকালে মহিলা সমিতি মঞ্চে সরাসরি দর্শকের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের উত্তর দেন নন্দিত অভিনেত্রী সারা যাকের ও শিমুল ইউসুফ। এই দুটি আয়োজন নাট্যাঙ্গনে তুমুল আলোচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App