×

অর্থনীতি

অ্যাকর্ডের একতরফা সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক খাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ০২:৪৮ পিএম

অ্যাকর্ডের একতরফা সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক খাত
তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড বাংলাদেশ গার্মেন্টস খাতের ওপর একতরফাভাবে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির সভাপতি রুবানা হক জানান, নিজেদের স্বেচ্ছাচারিতায় নানা অজুহাতে বিভিন্ন কারখানাকে সতর্কবার্তা দিচ্ছে অ্যাকর্ড। এতে পোশাক রপ্তানি কমছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিক। এমনকি পোশাক খাতও ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন রুবানা হক। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক এ অভিযোগ করেন। পোশাকশিল্পে ফায়ার সেফটি ইস্যু নিয়ে আয়োজিত এক ওয়ার্কশপে বিজিএমইএ নেতা ও অ্যাকর্ডের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, অ্যাকর্ড ও বিজিএমইএর চুক্তি অনুসারে কারখানাগুলোতে নতুন শর্ত আরোপের আগে বিজিএমইএর সঙ্গে কথা বলতে হয়, কিন্তু কারখানাগুলোর অগ্নিনিরাপত্তা বিষয়ে অ্যাকর্ড আমাদের ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। হাইকোর্টের আদেশের পর চলতি বছর সমঝোতা চুক্তি হয়। তিনি বলেন, নতুন নতুন শর্তে বিপদে আছে দেশের তৈরি পোশাকশিল্প। কারখানাগুলোর নকশা, বিল্ডিং সেফটি, ফায়ার সেফটির পরও টেস্টিংয়ে ফেল দেখানো হচ্ছে। নতুন চুক্তির পর থেকেই তারা একক সিদ্ধান্ত নিচ্ছে। হাইকোর্টের আদেশের পর সমঝোতা চুক্তি হয়। রুবানা হক বলেন, চুক্তিতে একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন নতুন শর্তজুড়ে দিচ্ছে। বিজিএমইএর অজান্তেই গঠন করা হয়েছে অ্যাকর্ডের প্রোটোকল। রুবানা হক আরো বলেন, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই ৪০০ কারখানাকে সর্তক (এক্সেলেটেড) করেছে। তাতে রপ্তানি আদেশ ও কারখানার ব্যবসা কমছে। শ্রমিকরা চাকরি হারাচ্ছে। তিনি বলেন, চুক্তির শর্তভঙ্গের কারণে আমাদের বিনিয়োগ বন্ধের পাশাপাশি বড় সংখ্যক কারখানার শ্রমিকরা বেকার হতে পারে। বিজিএমইএর সভাপতি বলেন, অ্যাকর্ড আমাদের ভালোর জন্য কাজ করতে এসেছে, তবে সেটি হতে হবে সবার সমন্বয়ে। যে কাজটি তারা পাঁচ বছর আগে করার কথা ছিল সেটি তারা এখন করছে। অ্যাকর্ডের এসব একতরফা সিদ্ধান্ত নেয়া বন্ধ হওয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App