×

জাতীয়

ময়মনসিংহে ভিজিএফ কার্ড আনতে গিয়ে লাশ হলেন বৃদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ১০:০৪ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

আজ শনিবার দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাফিজ উদ্দিন (৬৫)। তিনি ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকায় পিরু শেখের ছেলে।

আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঈদুল আজহা উপলক্ষে ফুলপুর পৌরসভার উদ্যোগে বিশেষ ভিজিএফ কার্ড বিতরণের জন্য শুক্রবার পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে শনিবার ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠ থেকে এই কার্ড সংগ্রহের কথা জানানো হয়। শনিবার দুপুরে কলেজ মাঠে ভিজিএফ কার্ড প্রত্যাশীদের অতিরিক্ত ভিড় পরিলক্ষিত হয়। ভিড় এড়াতে কলেজের মূল গেট বন্ধ রাখা হয়। পরে ভিজিএফ কার্ড প্রত্যাশীরা কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পদদলিত হয়ে নারীসহ কমপক্ষে দশজন আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাফিজ উদ্দিন ও ফিরুজা খাতুন নামের দুইজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক হাফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App