×

বিনোদন

আসাদুজ্জামান নূর যখন কবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ০৪:৪৪ পিএম

আসাদুজ্জামান নূর যখন কবি
কবিতা লিখে জীবনের দীর্ঘ সময় পার করেছেন কবি মাহমুদুল হক। সত্তরের অধিক বসন্ত ছুঁয়ে গেছে কবির জীবন। দেয়ালে হেলান দিয়ে আনমনে অনেক কিছু বলে চলেছেন কবি। গল্পের এই কবি বাস্তবের কোনো কবি নন। তিনি বাকের ভাই-খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর। সম্প্রতি ‘জলছবি’ নামের একটি টেলিছবিতে কবি মাহমুদুল হক নামের একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর দাঁড়ালেন ক্যামেরার সামনে। রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের একটি বাড়িতে গত মঙ্গলবার পাওয়া গেল তাকে। ঘরের ভেতরে ছড়ানো-ছিটানো বই। আর দেয়ালে সাজানো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, আখতারুজ্জামান ইলিয়াসসহ বিখ্যাত সব লেখকের ছবি। সেই ঘরটির ভেতরে একটি টেবিলে এলো-চুলে বসে আছেন কবি। জলছবিতে অভিনয় প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, এই টেলিছবিতে আমাকে দেখা যাবে মাহমুদুল হক নামের একজন কবির চরিত্রে। রাজনৈতিক ব্যস্ততার কারণে এখন আর নিয়মিত অভিনয় করা সম্ভব হয় না বলে জানালেন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, অভিনয়ের জন্য অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। তবে এখন আর নিয়মিত অভিনয়ে ফেরা হবে না। অভিনয় করতে গেলে যে সময় দিতে হয় সেটা দেয়া এখন সম্ভব নয়। রাজনৈতিক জীবন তো চলছে। আমি সংসদ সদস্য। নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি দায়িত্ব-কর্তব্য আছে। তাই নিয়মিত অভিনয় করে যাওয়া আর সম্ভব নয়। এ সময়ের নাটক প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, আমাদের ভালো অভিনয় শিল্পী আছে, কিন্তু এই সময়ে এসে যেটা অনুভব করি সেটা হলো ভালো গল্প। লেখাটা এমন সৃজনশীল মাধ্যম, চাইলেই যে কেউ লিখতে পারে না। হাতেগোনা কয়েকজন হয়তো ভালো নাটক লিখছেন। বেশির ভাগই গড়পড়তা। শুভাশিস সিনহার লেখা ‘জলছবি’ টেলিফিল্মটি পরিচালনা করছেন হাসান রেজাউল। এতে আসাদুজ্জামান নূরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মঞ্চনাটকের গুণী শিল্পী জ্যোতি সিনহা এবং তারিনকে দেখা যাবে নূরের সহকারীর চরিত্রে। নির্মাতা জানান, কবি এক নারীর প্রেমে পড়েছে। একটু খোঁজ নিতেই জানা গেল, সেই নারী আর কেউ নন, কবি তার সহকারী তারিনের প্রেমে পড়েছেন। কিন্তু তারিন অন্য একটি ছেলেকে পছন্দ করেন। এদিকে কবির ঘরে রয়েছেন তার স্ত্রী। আপাতত পুরো গল্পটি প্রকাশ করতে চাননি নির্মাতা। এটি দেখার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে বললেন তিনি। জানালেন, আসছে ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে টেলিছবিটি। আসাদুজ্জামান নূর ২০১৭ সালের ঈদুল আজহায় হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূনের পরিচালনায় ‘হোটেল অ্যালব্যাট্রস’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর মঞ্চে অভিনয় করলেও দীর্ঘ বিরতির পর কোনো টিভি নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন। নির্মাতা হাসান রেজাউল বলেন, প্রায় দেড় বছর আগে শুভাশিস সিনহার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়েছে। কবি চরিত্রটির জন্য আসাদুজ্জামান নূর ভাইয়ের কথা বারবার মনে এসেছে। এরপর তার সঙ্গে যোগাযোগ করি। গল্প শুনে উনিও অভিনয় করতে রাজি হন। নূর ভাইয়ের নানা ব্যস্ততা, তার শিডিউলের জন্য অপেক্ষা করেছি। অবশেষে তিনি কাজ করলেন আমাদের সঙ্গে। এজন্য তার কাছে কৃতজ্ঞতা জানাই। অভিনেত্রী জ্যোতি সিনহা বলেন, আসাদুজ্জামান নূরের মতো গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করা অন্যরকম অভিজ্ঞতা। আশা করছি দর্শকের ভালো লাগার মতো একটা কাজ হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App