×

অর্থনীতি

‘অ্যাকর্ডের নতুন শর্ত পোশাক শিল্পের ক্ষতি করছে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৯, ১০:১৩ পিএম

‘অ্যাকর্ডের নতুন শর্ত পোশাক শিল্পের ক্ষতি করছে’

ছবি: সংগৃহীত

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেছেন, অ্যাকর্ডের আরোপ করা নতুন ফায়ার সেফটি সম্পর্কিত শর্ত পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ফায়ার সেফটি ও টেকনিক্যাল গাইডলাইন সম্পর্কিত ওয়ার্কশপে বিজিএমইএ প্রধান বলেন, ‘আমাদের সাথে আলোচনা না করেই অ্যাকর্ড অনেক সিদ্ধান্ত নেয়। নতুন শর্তগুলো আমাদের গতি কমিয়ে দিচ্ছে।’

তিনি অ্যাকর্ডকে এমওইউ শর্ত লঙ্ঘনেরও অভিযোগ করেন।

‘এই আরোপিত শর্তগুলো অতীতে চালু করা উচিত ছিল এবং এটি শিল্পকে ক্ষতিগ্রস্থ করছে,’ বলেন হক।

তিনি বলেন, অ্যাকর্ডের কাছ থেকে তারা অনেক কিছু শিখেছেন এবং ‘ফায়ার সেফটি সম্পর্কে পরিষ্কার নির্দেশিকা’ দেয়ার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App