×

জাতীয়

বগুড়ায় প্রকাশ্যে বাজারে দুর্বৃত্তদের গুলি, আহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০১৯, ১০:৫৬ পিএম

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে। এতে ২ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর। গুলিবিদ্ধরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার বর্ষন গ্রামের জামাল উদ্দিন (৪০) ও একই গ্রামের পুটু মিয়া (৫৫)। জামাল উদ্দিন ওই গ্রামের বুলু মিয়ার ছেলে ও পুটু মিয়া একই গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, জমি জমা নিয়ে পূর্বের ঘটনা নিয়ে গত ২৯ জুলাই একই গ্রামের শাহিন নামে এক যুবককে তার প্রতিপক্ষরা হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। শাহিন ছিলেন হত্যা মামলার আসামি। কিছুদিন আগে জামিনে বের হয়। শাহিনের লোকেরা শুক্রবার সন্ধ্যায় শাহিনের প্রতিপক্ষদের হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে। তারা স্থানীয় বর্ষন বাজারে গিয়ে একটি চায়ের দোকান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। চায়ের দোকানদার জামাল উদ্দিনের পেটে ও চায়ের দোকানে বসা পুটু মিয়ার উরুতে গুলি লাগে। পরে বাজারের লোকরা চিৎকার করে ছুটে এসে সবুজ ও সালাম নামে ২ সন্ত্রাসীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

নন্দ্রীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App