×

আন্তর্জাতিক

চিলিতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০১৯, ১১:৩৭ এএম

চিলিতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চিলির উপকূলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে গতকাল বৃহস্পতিবার চিলি উপকূলে শক্তিশালী এ ভূকম্পন অনুভূত হয়। উপকূলীয় শহর ভালপারাইসো থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এর উৎপত্তিস্থল ছিল বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত সুনামির শঙ্কা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পন প্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’র মধ্যে অবস্থানের কারণে ল্যাটিন আমেরিকার দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ২০১০ সালে চিলি উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App