×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০২:৩১ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত
‘ডেঙ্গু প্রকোপ; বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি’ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্ধারিত সংবাদ সম্মেলন ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি জানানো হয়। এর আগে সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন শেষেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মন্ত্রী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডেঙ্গু প্রকোপ; বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি’ নিয়ে আজ ১ আগস্ট প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল, তা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। এ বিষয়ে মো. মাইদুল ইসলাম বলেন, ‘দুপুরের সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে দুপুরে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছেন স্বাস্থ্যমন্ত্রী। মূলত ডেঙ্গু নির্মূলে করণীয় সম্পর্কে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’ বৈঠকে দুই সিটি করপোরেশনের মেয়র ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সভা চলছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুই মেয়রের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক চলছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App