×

জাতীয়

মাদারীপুরে প্রধানমন্ত্রীর নামে মিথ্যাচার ও গুজব রটিয়ে যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০২:৪৪ পিএম

মাদারীপুরে প্রধানমন্ত্রীর নামে মিথ্যাচার ও গুজব রটিয়ে যুবক আটক
মাদারীপুরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রধামন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যাচার ও গুজব রটানোর একটি ভিডিও আপলোড করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তি ও অপপ্রচার করার অপরাধে মিল্টন হাওলাদার (১৯) নামের এক যুবককে বুধবার রাতে রাজৈরের লুন্দি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। মাদারীপুর র‌্যাব ৮ সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি গ্রাম এলাকায় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে¡ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ফারুখ হাওলাদারের ছেলে মিল্টন হাওলাদার (১৯)কে আটক করে। আটককৃত আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের IMJ Media নামে Youtube Channel ব্যহারের মাধ্যমে “মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছেন ও লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে” নামক মিথ্যাচার ও গুজব রটানোর একটি ভিডিও আপলোড করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তি ও অপপ্রচার করে আসছিল। আটককৃত মিল্টনকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের সম্মুখে উপরোক্ত অপরাধের কথা স্বীকার করে। উদ্ধারকৃত মোবাইলসহ আটককৃত আসামীকে মাদারীপুরের রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজৈর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App