×

সাময়িকী

মহাদেব সাহার কবিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৬:০৯ পিএম

মহাদেব সাহার কবিতা
জলের জীবন কত জলের জীবন জানা হলো, কত ভূগোলের বই ভাবতে ভাবতে চলেছি কোথায়; এই ভাঙাবোটে বসে চাঁদ দেখি, দেখি মেঘ কখন যে বৃষ্টি এসে তছনছ করে দেবে জলনৃত্য, মাঠ থেকে বাড়ি ফিরে আসি, বাড়ি যাই- ভিতরে যা-কিছু গচ্ছিত আছে তুলে রাখি শাড়ির আঁচলে। আমিও করব খেলা একদিন সমুদ্রের জলে ভাসতে ভাসতে ভেসে যাব অসীমে, অনন্তে; দুইহাত ভরে তুলব জলের যৌতুক নাচতে নাচতে ফিরে আসব বাড়ির উঠানে। শেষ হবে আরোহণ, জলযাত্রা, জলের ভ্রমণ রঙিন মাছের সাথে লুকোচুরি, জলক্রীড়া শেষ করে ঘরে ফিরব মাটির মানুষ সেই দিন লেখা হবে আদিঅন্ত জলের জীবন।     মিলনমাধুরী সীমিত এ চোখ দেখে কেবল শরীর, কেবল শরীরনৃত্য দেখে না আত্মার মিলনমাধুরী, নক্ষত্রে আলিঙ্গনে জেগে-ওঠা আনন্দপ্রবাহ দেখে না শিশিরে শস্যে আলোকিত অরণ্য উদ্যান; এ চোখ দেখে না শুদ্ধ সমাহিত ভোর দেখে না পুষ্পশোভা অপার অমৃতধারা, মরুভূমিতেও জেগে ওঠা মরুদ্যান পল্লবপ্রসূন সমুদ্রের জলে মেঘ, প্রতঙ্গ, উদ্ভিদ; শুধু এ শরীরই শিল্প নয়, আরো শুদ্ধ শিল্পকলা আছে আছে আদিজ্ঞান, মহত্ম্য মনীষা, উদ্ভাসিত আলো, আছে মধুর মূর্ছনা, ধ্রুব সৌরলোক সীমিত এ চোখ সেই মূর্তি ও মহিমা দেখে না।     দুঃখের প্রস্তুতি নাই সবার সুখের প্রস্তুতি আছে, দুঃখের প্রস্তুতি নাই। জয়ের প্রস্তুতি আছে পরাজয়ের প্রস্তুতি নাই। থাকার কথাও নয়, কে চায় দুঃখ, চায় পরাজয়? জীবনে সুখও আছে, দুঃখও আছে এই সত্য সকলেই জানি, সৃষ্টির বিধান বলে মানি; তবুও সবাই দুঃখে কাতর দুঃখে এমনকি কাঁপে কঠিন পাথর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App