×

সাময়িকী

বৃক্ষের মতো সময়ের দিনরাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৬:০৩ পিএম

একটা বৃক্ষতলে দাঁড়িয়ে দেখি, তাঁর শাখা-প্রশাখার কান্না ফুল ফোটার কি প্রার্থনা উদার কণ্ঠে- ভোরে পাখির ডানার শব্দে ফুল হেসে উঠলে পাতার ফাঁকে তখনো দাঁড়িয়ে বলি, প্রিয় পাখি ও-প্রিয় অতিথি পাখি ফুলে ফুলে ভরে দাও জীবন, বৃক্ষের মতো সময়ের দিনরাত। কেবলি মায়ালোকে পাখির ডানায় ডানায় আপনি এলেন বহুপথ মানুষের ভিড়ে, কলকল নদী জলে এখনতো সবুজ দূর্বাঘাসেও ফুটেছে কতো না ফুল ব্যথার উঠোন জুড়ে পড়েছে জ্যোৎস্নার চুম্বন। মাঠের সীমায় আলোক জ্বালিয়ে রাখি বুকের অতৃপ্ত প্রেমে যতো কাল নামবে আঁধার পৌঁছে দেবো নীরবে পাখির গান দিগন্তের পথে পথে মুছে দেবো বিশ্বাসে প্রাণের মুখখানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App