×

সাময়িকী

পলাশের রঙ মাখা সে এক বিকেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৬:০৩ পিএম

তার তুলিতে উঠে আসে হৃদয়ের রঙ আর কণ্ঠে মেঘ মন্দ্রিত উচ্চারণ.... এক বিকেল রঙ আর উচ্চারণে উচ্ছ্বসিত হয়ে ওঠে সহসাই সোনালী চা থেকে ধোঁয়া ওঠে স্বপ্নময় করে তোলে চায়ের দোকান। পলাশের রঙ আকাশে ছড়িয়ে গিয়ে বিকেলকে সন্ধ্যের কাছে নিয়ে আসে, সিএফএল বালবের আলোকে বড় বেশি প্রসাধিত মনে হয়.... আমার টিমটিমে আলোর কথা মনে পড়ে! যে অন্ধকারকে আরো গাঢ় করতে ভূমিকা রাখতো অহরহ....। বদলে যেতে যেতে গ্রাম, জলাভূমি দিগন্ত বিস্তৃত মাঠ আজ ধূসর বিষাদিত ইটের জঙ্গল....। পলাশের রঙ আর উচ্চারণ এই জঙ্গলেই ফুল ফোটালো এই আদিম সন্ধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App