×

সাময়িকী

তোমার নাম দিলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৬:০৩ পিএম

তোমার নাম দিলাম ‘অঝর শ্রাবণ’ তোমার নাম দিলাম ‘বিষণ্ন আষাঢ়’ তোমার নাম দিলাম ‘পড়ন্ত বিকাল’ তোমার নাম দিলাম ‘একাকী মাঝরাত’- এ ছাড়া তোমাকে আর কোন নাম দেব? তোমার নাম দিলাম ‘নিঃসঙ্গ উদধি’ তোমার নাম দিলাম ‘নীরব শীতাংশু’ তোমার নাম দিলাম ‘নিমগ্ন পথিক’ তোমার নাম দিলাম ‘পথের বিষাদ’ তোমার নাম যদিও দেয়া যায় তরু, সমিরণ, শৈবলীন, নিনাদ, নিখিল কিন্তু তোমার নাম দিলাম ‘সুনীল আকাশ’। অভিধান থেকে এনে চাইলেই তোমাকে অভিধিত করা যায় পাহাড়, পর্বত মাটি-জল-কাদা-ফুল এমন অনেক রঙিন রঙিন নামে; ভিন্ন নামও যায় দেয়া কিন্তু তোমার নাম দিলাম ‘নিঃঝুম রজনী’ তোমার নাম দিলাম ‘সুশান্ত শূন্যতা’। তোমার নাম দিলাম ‘রমণীয় কান্না’ তোমার নাম দিলাম কান্নার ‘আপন বোন’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App