×

জাতীয়

ডেঙ্গু কেড়ে নিল মাদারীপুরের ফারুকের প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০২:৩৮ পিএম

ডেঙ্গু কেড়ে নিল মাদারীপুরের ফারুকের প্রাণ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ফারুক খান (২২) নামে মাদারীপুরের শিবচর উপজেলার এক যুবক মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে ঢাকার ইসলামিয়া হাসপাতালে মারা যান তিনি। আজ বৃহষ্পতিবার সকালে পারিবরিক কবরস্থানে দাফন করা হয়। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার প্রন্ড জ্বর নিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ফারুক (২২) খান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকায় তাকে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচদিন চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যায় সে মারা যায়। ফারুক খান মাদারীপুরের শিবচর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকার সলু ব্যাপারী কান্দির বাবু খানের ছেলে। রাতেই ফারুকের মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে শিবচরের গ্রামের বাড়িতে পৌঁছান। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফারুকের এক নিকটাত্মীয় রাকিব বলেন, ছয়দিন আগে ফারুকের শরীরে জ্বর দেখা দেয়। তখন আমরা শিবচর হাসপাতালে নিয়ে যাই। ফারুক কাঁঠালবাড়ি ফেরিঘাটে বাবুর্চির কাজ করত। ওর বাবা ভ্যানচালক। ফারুকের আয়ে তাদের সংসার চলত। ফারুকের বাবা বাবু খান বলেন, শুক্রবার ফারুকের জ্বর দেখা দেয়। ওই সময় প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার ডাক্তাররা তাকে দ্রুত ঢাকায় পাঠান। ঢাকায় পাঁচদিন চিকিৎসা শেষে সে মারা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App