×

খেলা

ক্যাম্পে ডেঙ্গু: হাসপাতালে ১০ নারী ক্রীড়াবিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ১০:১১ পিএম

ক্যাম্পে ডেঙ্গু: হাসপাতালে ১০ নারী ক্রীড়াবিদ

লোগো

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রস্তুতি ক্যাম্পে দিনদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত ১০ জন নারী ক্রীড়াবীদের জ্বর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন জনের ডেঙ্গু ধরা পড়েছে। বাকি মেয়েদের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে আসলে বলা যাবে তাদের কি অবস্থা।

কাবাডির জান্নাতুল নাইম বৃষ্টি, খোখোর আসমা এবং বাস্কেটবলের বৃষ্টির ডেঙ্গু ধরা পড়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিকিৎসক ডা. সফিকুর রহমান।

যে নারী ক্রীড়াবিদদের জ্বর হয়েছে তাদের সবার আবাসিক ক্যাম্প চলছে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। ডা. সফিকুর রহমান বলেছেন, ‘ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সেই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করছি, পরিস্থিতি সামাল দিতে। কোনো ঝুঁকি নিতে চাই না। তাই কারো জ্বর হলেই তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’

ডেঙ্গু সন্দেহে খোখো’র হ্যাপি, প্রিয়াংকা, হাছনা, সম্পা ও আছমা, কাবাডির মুসলিমা এবং বাস্কেটবলের বৃষ্টি চিকিৎসাধীন আছেন বাংলাদেশ মেডিকেল কলেজে। পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাবাডির ৫ নারী ক্রীড়াবিদ বৃষ্টি, মিতু আক্তার, তাসমীন, রেখা ও শ্রাবনীকে। এর মধ্যে শ্রাবনীর হয়েছে ডায়রিয়া। মেডিকেল পরীক্ষায় যাদের স্বাাবিক জ্বর দেখা গেছে তাদের প্রাথমিক চিকিৎসার পর ক্যাম্পে পাঠিয়ে দেয়া হচ্ছে।

এদিকে ক্যাম্পে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ডিসিপ্লিনে ক্যাম্প কমান্ডার থাকলেও তারা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন না করায় জ্বরে আক্রান্ত ক্রীড়াবিদদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App