×

সাময়িকী

এসো ভুলে যাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৯, ০৬:০৩ পিএম

‘ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই’ আমি নই, বলেছেন একজন বিদগ্ধ কবি! ভালোবাসার অনুভব কবির কাছে শিখি, তাই তার কথা অমান্য করতে নেই। বালিকা, এসো আমরাও ভুলে যাওয়ার পাঠ তালিম করতে থাকি। দেখি, ভুলে থেকে কতটা কষ্ট বাজে বুকে, এই কষ্টে কতটা বিদীর্ণ হয় পাথর হৃদয় তুমি তো জানো কোমলও পাথর হয়- কখনো তো বহুদিন ভুলে থেকে ছিলে, আমিও ছিলাম ভুলে, কোনো ব্যথা বাজে নাই বুকে। শত কথা বলুক নিন্দুকে, সেসব আমল দিলে দুজনের ক্ষতি, তারচেয়ে ভুলে যাও, আসবে জীবনে নবগতি। অকারণ কাছে পাওয়ার মোহ, অকারণ ভাবাবেগ, কেটে গেলে দেখবে, জীবন কত নিরুদ্বেগ! ঠিক যেন বৃষ্টিস্নাত কোমল আকাশ। তাই এসো, কবির কথাই, মেনে নিয়ে মাথা পেতে দুজনেই সব ভুলে যাই। কোন কবি? ভুলেছ নাম তার? ‘ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই’ বলেছেন যিনি, স্বনামধন্য তিনি, মহাদেব সাহা নাম তার!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App