×

জাতীয়

মুগদা হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০১:০৯ পিএম

মুগদা হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ
ডেঙ্গু আক্রান্তদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। গতকাল মঙ্গলবার ডেঙ্গু আক্রান্তদের বর্তমান অবস্থা এবং তাদের খোঁজখবর নিতে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান তিনি। ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন, প্যাথলজি বিভাগ পরিদর্শন করেন। তিনি হাসপাতালে ডেঙ্গু রোগীর বেডের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি এবং প্যাথলজি টেস্ট করার জন্য ডাবল শিফটের ব্যবস্থা করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. রুবিনা ইয়াসমিন, ডা. মঞ্জুরুল আলাম, ডা. নন্দিতা পাল প্রমুখ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমান এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গতকাল প্রায় ৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপতালে চিকিৎসাধীন আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App