×

জাতীয়

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত আরও এক যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০৩:৩৩ পিএম

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত আরও এক যুবকের মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম বাপ্পী (২৯) নামের আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ওই যুবককে কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাপ্পি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাপ্পির বাবা আমিরুল ইসলাম জানান, গত তিন দিন ধরে তার জ্বর ছিল। এ কারণে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নন্দী বলেন, বাপ্পি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল। তার কুর্মিটোলার কাগজপত্র আমরা দেখেছি। পাশাপাশি তার ইউরোলজির সমস্যা ছিল। তাকে ঢামেকে আনার পরে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। এদিকে হাসপাতালের নথি অনুযায়ী, বাপ্পিসহ এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫৫ জন। এ হিসেব মঙ্গলবার সকাল ১০টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত। এখন পর্যন্ত হাসপাতালে সব মিলিয়ে ভর্তি আছে ৬৫২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App