×

জাতীয়

ডেঙ্গুতে পুলিশ কর্মকর্তা কোহিনুরের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১১:৩৮ এএম

ডেঙ্গুতে পুলিশ কর্মকর্তা কোহিনুরের মৃত্যু
সারাদেশে ভয়াবহ আকার ধারন করছে ডেঙ্গুর প্রকোপ। দেশের ৬১ জেলায় ছড়িয়ে পরেছে এর ভয়াবহতা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃতের লিস্ট। এরই ধারাবাহিকতায় এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক উপ-পরিদর্শক কোহিনুর বেগম নীলা (৩৩)। কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। গতকার মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এরপর থেকে থেকে তাকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App