×

জাতীয়

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১২:২০ পিএম

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম (৩০) নামের এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন বিজিবির দুই সদস্য। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে টেকনাফ মেরিনড্রাইভ সড়কে বিজিবির মাদক বিরোধী অস্থায়ী চেকপোষ্টে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার সৈয়দ আলীর ছেলে। এসময় ঘটনাস্থল হতে ২০ হাজার ইয়াবা ১ টি আগ্নোয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তূজ, দুইটি ধারালো কিরিচসহ পাচারকারী ও ইয়াবা পাচারে ব্যাবহিত একটি সিএনজি জব্দ করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, নিহত ইব্রাহীম একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। রাত দেড়টার দিকে দায়িত্বরত বিজিবির একটি দল মেরিনড্রাইভ খুরের মুখে টহল দিচ্ছিল। এ সময় কক্সবাজারগামী একটি সিএনজি আসতে দেখে থামানোর সংকেত দেয়। সিএনজিটি তা উপেক্ষা করে চলে যায়। তাৎক্ষনিক বিজিবির দলটি দুই কিলোমিটার উত্তরে অপর চেকপোষ্টে খবর পৌঁছায়। চেকপোষ্টি ব্লক করে দিলে সিএনজিটি পৌঁছামাত্রই এলোপাতারি গুলি করতে থাকে। এতে বিজিবির দুই সদস্য আহত হলে বিজিবির সদস্যরাও জন মাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। প্রায় ৫-৬ মিনিট গুলি বিনিময় হওয়ার পরে অন্যান্য অস্ত্রধারীরা পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থল তল্লাশি করে ওই সব ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায় সে। এর আগে গুলিবিদ্ধ যুবক মোঃ নুর হোসেন, মোঃ আব্দুল কাশেম ও মোহাম্মদ তাহের সিএনজিতে ছিল বলে উল্লেখ করেন। অধিনায়ক আরও জানান, আহত বিজিবির দুই সদস্যদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App