×

জাতীয়

গাজীপুরে ডেঙ্গুজ্বরে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০৬:১০ পিএম

গাজীপুরের কালীগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রহমান নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার রেঁনেসা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহমানের মৃত্যু হয়।

রহমান কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের দুবাই প্রবাসী মো. আরিফ হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রহমান জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। একদিন চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা শিশু হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার পর ওইদিনই শিশু হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রহমানকে ঢাকা রেঁনেসা হাসপাতালে রেফার করেন। ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

রহমানের বাবা দুবাই প্রবাসী আরিফ হোসেন জানান, মঙ্গলবার রাতে কাপাইস গ্রামের তেরমুখ ব্রিজ সংলগ্ন মাঠে জানাজা নামাজের পর রহমানকে দাফন করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল ইসলাম মাঝি বলেন, ওই শিশু ডেঙ্গুজ্বরে মারা গেছে বলে শুনেছি। সে ঢাকায় চিকিৎসাধীন ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App