×

খেলা

এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ রান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০৩:২৫ পিএম

এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ রান

ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া করেছে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সম্মান রক্ষার ম্যাচ। তাই হোয়াইটওয়াশ এড়ানোর চাপ নিয়েই শেষ ওয়ানডেতে আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৩ রান। অনুশীলনের সময় হালকা চোট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাই এই ম্যাচে খেলছেন না কাটার মাস্টার। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেনও। তাদের বদলে একাদশে এসেছেন এনামুল হক বিজয় এবং রুবেল হোসেন। শ্রীলঙ্কাও তাদের দলে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন। শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App