×

জাতীয়

শেরপুরে বন্যায় ২১ কোটি টাকার মাছের ক্ষয়-ক্ষতি, বিপাকে চাষীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০৩:২৯ পিএম

শেরপুরে বন্যায় ২১ কোটি টাকার মাছের ক্ষয়-ক্ষতি, বিপাকে চাষীরা
শেরপুরে অতিবর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে পুকুর তলিয়ে ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শেরপুর জেলা সদরসহ পাঁচটি উপজেলায় ৩৫ হাজার ৩৩৮টি পুকুর রয়েছে। মৎস্য চাষীর সংখ্যা ১৭ হাজার ৭৯০ জন। জনসংখ্যার অনুপাতিক হারে এ জেলায় মাছের চাহিদা ৩১হাজার ৯৭৯.২১ মেট্রিকটন। উৎপাদন হয় ৩৪ হাজার ৭৬.৪১ মেট্রিকটন। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ব হয় ২ হাজার ৯৭.২৭ মেট্রিকটন মাছ। তা অন্যান্য জেলায় রপ্তানী করা হয়। কিন্তু চলতি বর্ষা মৌসুমে অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে পুকুর তলিয়ে মাছ ভেসে যায়। এতে ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয় চাষীরা। সরকারী হিসাব অনুযায়ী যে পরিমাণের ক্ষয় ক্ষতি দেখানো হয়েছে বাস্তবে তার চেয়ে আরো অনেক বেশি। জেলা মৎস্য অধিদপ্ত সূত্রে জানা গেছে,বন্যার পানিতে তলিয়ে ৩ হাজার ১৬১টি পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৬০৫জন চাষী। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে প্রায় ২১ কোটি টাকার। তম্মধ্যে শেরপুর সদর উপজেলায় ৬৩৩টি পুকুর, নকলা উপজেলায় ৮৫০টি, ঝিনাইগাতী উপজেলায় ৭৫৪টি, শ্রীবরদী উপজেলায় ৫৫৪টি, নালিতাবাড়ী উপজেলায় ৩৭০টি পুকুরের মাছ ভেসে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত চাষীরা দিশেহারা হারা হয়ে পড়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৎস্য চাষীদের পুনর্বাসনের জন্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App