×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ১২:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রউফ (৭৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রউফের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার দক্ষিণের নাটাই ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। গতকাল সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মলাই মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনিও ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিলকেন্দাই গ্রামের মাস্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলছিল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরেই সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App