×

বিনোদন

দরিদ্রদের ওপর নির্যাতনের এক খণ্ডচিত্র ‘ফেরিওয়ালা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ১২:২৭ পিএম

দরিদ্রদের ওপর নির্যাতনের এক খণ্ডচিত্র ‘ফেরিওয়ালা’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো অবয়ব নাট্যদলের ২৩তম প্রযোজনা ‘ফেরিওয়ালা’। দরিদ্র জনগোষ্ঠীর ওপর নিপীড়ন-নির্যাতনের এক খণ্ডচিত্র দেখা গেল নাটকটিতে। এতে দেখা যায়, চাড়াল জাতের দরিদ্র তরুণ লকাই ছুটতে ছুটতে এসে তার বাবা নীলকণ্ঠীকে খবর দেয় শহর থেকে এক সাহেব এসেছেন তাদের দুঃখ-কষ্ট কিনতে। এরপর বাপ-ছেলে মিলে তাদের যাবতীয় দুঃখ-কষ্ট একটা কলসে ভরে বিক্রি করতে যায়। কিন্তু স্থানীয় মেম্বার এসে বলে, এসব মামুলি দুঃখ-কষ্ট সম্পর্কে ক্রেতারা আগ্রহী নয়, তারা চায় ভিন্ন রকম কোনো দুঃখ-কষ্ট। এরপর লকাই আর নীলকণ্ঠী হিসাব করে দেখে বহু আন্দোলন-সংগ্রামের প্রতীক প্রাচীন একটা ত্রিশূল আছে তাদের ঘরে। মেম্বার তার আর্থিক লাভের আশায় ওই ত্রিশূল বিক্রি করতে তাদের উৎসাহ দেয়। লকাই রাজি হলেও বেঁকে বসে নীলকণ্ঠী। সে এই পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চায়। এ নিয়ে পুত্রের সঙ্গে বিরোধ হয় পিতার। এক পর্যায়ে ওই ত্রিশূলে আত্মহত্যা করে নীলকণ্ঠী। মেম্বার লকাইকে পরামর্শ দেয় লাশের বুক কেটে ত্রিশূলের ফলা বের করে দ্রুত বিক্রির জন্য। ততক্ষণে বোধোদয় হয় লকাইয়ের, এবার সে বেঁকে বসে। পরে লোলুপ মেম্বার লকাইকে হত্যা করে হস্তগত করে ঐতিহ্যবাহী ত্রিশূলটি। আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শহিদুল হক খান শ্যানন। নাটকটির প্রধান চরিত্র লকাইয়ের নাম ভূমিকায় অভিনয় করেন কাজী দেলোয়ার হেমন্ত এবং মেম্বার ও নীলকণ্ঠীর চরিত্রে অভিনয় করেন যথাক্রমে মাহমুদ হাসান জনি এবং ফ্রাঙ্কোলিন সরকার। নাটকটির মঞ্চসজ্জায় ছিলেন রবীন্দ্রনাথ প্রামাণ্য। পোশাক ও কোরিওগ্রাফি করেছেন কাজী দেলোয়ার হেমন্ত, আবহ সঙ্গীতে ছিলেন আলমগীর, আবু হাসান, নাদিম আহামেদ, শোভন, আনোয়ার হোসেন ও লিপি। কথা ও সুর দিয়েছেন গোলাম ওয়াদুদ তাপন, আলোকসজ্জায় রয়েছেন অনীক রহমান এবং প্রযোজনা ও ব্যবস্থাপনায় মাহমুদ হাসান জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App