×

খেলা

তামিম হোয়াইটওয়াশ এড়াতে চান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ১০:৩১ পিএম

তামিম হোয়াইটওয়াশ এড়াতে চান

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল/ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে এর থেকেও বড় বিষয় হলো টাইগারদের পারফর্ম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। তামিমের দল কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। তাই হোয়াইটওয়াশ এড়ানোর চাপ নিয়েই শেষ ওয়ানযেতে বুধবার (৩১ জুলাই) মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল বেশ চিন্তিত ও বিমর্ষ। প্রথম দুই ম্যাচে কোনো বিভাগেই ভালো করত পারেনি তার দল। এসব নিয়ে বেশ হতাশাই ঝরে পড়লো তার কণ্ঠে, ‘যে দুইটা ম্যাচ খেলেছি সেখানে তিন বিভাগেই কোনো না কোনো জায়গায় ভুল করেছি। ব্যাটিংয়ে যেমন শুরুটা আমরা আশা করেছি তেমন হয়নি কিংবা বোলিংয়ে যেমন নিয়ন্ত্রিত বোলিং করা দরকার ছিল তেমন নিয়ন্ত্রণ ছিল না। ফিল্ডিংয়েও একই অবস্থা।'

'এই দুইটা ম্যাচে দেখেই অবশ্য বলতে পারি না যে, এ জন্য আমাদের আজকের এই অবস্থান। এর জন্য আমরা সবাই দায়ী। শেষ ওয়ানডেতে ভালো করতে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে, যদি ম্যাচটা জিততে চাই।’

হোয়াইটওয়াশের শঙ্কায় পড়া বাংলাদেশ সামনে একটাই লক্ষ্য, যে করেই হোক এই লজ্জা এড়নো। তামিমের মতে, ‘আমরা তো সিরিজ হেরে গেছি। তবে ৩-০ এড়াতে হবে। শেষ ম্যাচ ভালো করে নিজেদের প্রমাণ করতে করতে হবে যে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। নিজের সন্তুষ্টির জন্যও হলেও এটা প্রয়োজন।’

ব্যক্তিভাবে ফর্মের কথা বিচার করলে বিশ্বকাপ থেকেই তামিমে ব্যাটে নেই রান। এই সিরিজেও ব্যর্থ। তবে আশা ছাড়ছেন না তামিম। তিনি বলেন, ‘প্রতিদিনই অনুভব করি যে আজকে হবে। কিন্তু আমি আউট হওয়ার ধরনগুলো বুঝতেছি। শেষ ছয় ইনিংসে একইভাবে আউট হয়েছি কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে। তবে ক্রিকেটার হিসেবে বিশ্বাসটা রাখতে হবে যে আমি পারব। এই বিশ্বসটা যদি না থাকে তবে সেটা কঠিন হয়ে যাবে।’

মাঠে নিজেদের সেরা খেলাটা খেলতে না পারলে ম্যাচ জেতা সম্ভব নয় বলে মনে করেন তামিম। কলম্বোয় বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি আদতে এখন তামিমদের জন্য মর্যাদা রক্ষার লড়াই। জিততে না পারলে লঙ্কানদের কাছে পঞ্চম ও সবমিলিয়ে ২৫তম হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হবে টাইগারদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App