×

তথ্যপ্রযুক্তি

চেক করুন আপনার রাইড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০২:৫২ পিএম

চেক করুন আপনার রাইড
রাইডের পুশ নোটিফিকেশন চেক করুন গাড়ি ব্যবহারের আগে রাইডটি চেক করে নেয়ার ধাপগুলোর কথা যাত্রীদের মনে করিয়ে দিতে নতুন পুশ নোটিফিকেশন যুক্ত হয়েছে। সতর্কবার্তাটি ঢাকায় চালু হয়েছে এবং পরবর্তীতে সারাদেশে চালু হবে। অ্যাপের মধ্যে রাইডের তথ্য চেক করুন চালকদের সঙ্গে যাত্রীদের সংযোগ করিয়ে দেয়ার মুহুর্ত থেকে যাত্রা শুরুর মুহুর্ত পর্যন্ত কীভাবে সঠিক রাইডটি নিশ্চিত করতে হবে তা মনে করিয়ে দেয়ার জন্য অ্যাপে একটি স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহ প্রতিটি রাইডে এই রিমাইন্ডারটি দেয়া হবে এবং পরবর্তীতে কিছুদিন পর পর এ রিমাইন্ডারটি দেয়া হবে। উবারের প্রত্যেক ট্রিপ শুরু করার সময় যাত্রীদের অ্যাপে রিমাইন্ডার এবং পুশ নোটিফিকেশন দেয়া হবে। যাত্রীরা যেন গাড়িতে ওঠার আগে অ্যাপে দেয়া চালকের লাইসেন্স প্লেট, গাড়ির নাম, মডেল এবং চালকের ছবি মিলিয়ে নিয়ে চালক সম্পর্কে নিশ্চিত হয়ে গাড়িতে ওঠেন সেটা মনে করিয়ে দিতেই উবারের এই প্রচেষ্টা। এসব ধাপের বাইরেও নিশ্চিন্ত হতে আপনি চালককে আপনার নাম সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। চালক তার অ্যাপে আপনার নাম দেখতে পান এবং আপনিও আপনার অ্যাপে চালকের নাম দেখতে পান। উভয়ের নাম নিশ্চিত করতে আপনি চালককে প্রশ্ন করতে পারেন, আপনি কাকে পিক আপ করতে এখানে আছেন? অ্যাপের তথ্যের সঙ্গে চালকের তথ্যের মিল না থাকলে সে গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিরাপদ জায়গায় যেয়ে সঠিক গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করুন অথবা রাইডটি বাতিল করে উবারের অ্যাপের মাধ্যমে রিপোর্ট করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App