×

জাতীয়

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০৮:২৩ পিএম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত 

চট্টগ্রামে ডেঙ্গু / প্রতিকী ছবি

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এসব রোগী শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বেসরকারি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪ জন, ন্যাশনাল হাসপাতালে ২ জন, রয়েস হাসপাতালে ১, মেট্রোপলিটন হাসপাতালে ২ জন, আন্তর্জাতিক মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১, ইসলামিক মেডিকেলে ১ সহ মোট ৪৪ জন রোগী শনাক্ত হয়। এর আগে সোমবার (২৯ জুলাই) ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় চট্টগ্রামে।

চমেক হাসপাতাল উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, নতুন ২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৯০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের হাসপাতালের মেডিসিন বিভাগের অধীনে আলাদা ৩টি ব্লক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তদারকি করছে।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে ১৫ রোগী শনাক্ত হয়েছে। সবমিলিয়ে চট্টগ্রামে ১৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৭৭ জন। এর আগের বছর ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা চিকিৎসকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App