×

জাতীয়

কেশবপুরে শিশুসহ ডেঙ্গু রোগে আক্রান্ত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০৪:২৭ পিএম

কেশবপুরে শিশুসহ ডেঙ্গু রোগে আক্রান্ত ৩
যশোরের কেশবপুরে জ্বরে আক্রান্ত শতাধিক নারী পুরষ ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে এক শিশুসহ ৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৮ দিনে ৫৬০ জন নারী পুরুষ ও শিশু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে জ্বরে আক্রান্ত আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে উপজেলার কোমরপোল গ্রামের আবুল কালামের মেয়ে সাড়ে ৪ বছরের শিশু ফারিয়া ২৬ জুলাই এবং আলতাপোল গ্রামের মাসুদুর রহমানের মেয়ে সুরাইয়া (১৮) ২৭ জুলাই ডেঙ্গু রোগের উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে রেফার করা হয়। এ ছাড়াও উপজেলার মজিদপুর গ্রামের জহুরুল হকের ছেলে ঢাকা কলেজের শিক্ষার্থী শাহনেওয়াজ বাবু রাজধানীতে হোস্টেলে জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নীরিক্ষার পর তাকেও ডেঙ্গু রোগের উন্নত চিকিৎসার জন্যে রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল মিজান রুমি বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৩‘শ ৫০ থেকে ৪‘শ রোগী বহিঃবিভাগে চিকিৎসা গ্রহণ করে থাকে। এরমধ্যে শতাধিক নারী-পুরুষ ও শিশু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসে। কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল বলেন, কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্তের খবর পাওয়ার পর পৌর এলাকায় মশা নিধনের কার্যক্রম ব্যাপক ভাবে শুরু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App