দরিদ্রদের ওপর নির্যাতনের এক খণ্ডচিত্র ‘ফেরিওয়ালা’

আগের সংবাদ

স্কুলছাত্র তিতাসের মৃত্যুতে তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২

প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯ , ১২:৩৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩০, ২০১৯ , ১২:৩৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রউফ (৭৫) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রউফের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার দক্ষিণের নাটাই ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

গতকাল সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মলাই মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনিও ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিলকেন্দাই গ্রামের মাস্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলছিল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরেই সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়