×

তথ্যপ্রযুক্তি

মার্কিন বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশি ডাটা এনালাটিক্স স্টার্টআপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৩:৩৪ পিএম

মার্কিন বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশি ডাটা এনালাটিক্স স্টার্টআপ
বাংলাদেশে প্রতিষ্ঠিত মালয়েশিয়ান তথ্য বিশ্লেষণ স্টার্টআপ-লুজলি কাপল্ড টেকনোলজি (এলসিটি) কৃত্রিম বুদ্ধিমত্তা পরিসেবায় এর ক্ষেত্র স¤প্রসারণ করতে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা মূলধন বিনিয়োগ উদ্দ্যোগ উত্থাপিত করেছে। মিনেয়াপোলিজের সংস্থা রেজার ক্যাপিটাল সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা এবার অপেক্ষার অবসান ঘটিয়ে লাক্সেমবার্গ ইনভেস্টমেন্ট ভয়েস মনসুন টেকের মাধ্যমে বিনিয়োগে অনুপ্রবেশের প্রচেষ্টা চালাচ্ছে। কর্মকর্তারা জানান, একজন বুয়েট স্নাতক কর্তৃক প্রতিষ্ঠিত স্টার্টআপটি এই অঞ্চলের বাণিজ্যিক অ্যাপ্লিকেশনগুলোতে স্থানীয় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনপিএল) ক্ষমতা আনতে সচেষ্ট আছে। কর্মকর্তাদের মতে, বাংলাদেশে বিগডাটা বিশ্লেষণ এই মুহূর্তে শৈশব পর্যায়ে রয়েছে, যেখানে বৃহৎ পরিমাণ অকাঠামোবদ্ধ উপাত্ত কোনো অর্থপূর্ণ তথ্য আহরণের কার্যকরী টুল ছাড়াই উৎপন্ন হচ্ছে। বিনিয়োগ সম্পর্কে বলতে গিয়ে এলসিটির চিফ এক্সিকিউটিভ ফিরোজ এম জাহিদুর রহমান বলেন, এই অংশীদারিত্ব এলসিটিকে সক্ষম ও বিকশিত করবে এবং একই সঙ্গে ব্যবসা ও ব্যক্তিবর্গের উদ্দেশ্যে পণ্য প্রস্তুতকরণে উদ্ভাবনী মানসিকতা বজায় রাখবে। তিনি আরো বলেন, পণ্য স্যুটটির সঙ্গে মালিকানাধীন এআই সম্বলিত মার্কেটপ্লেস টুল সংযুক্ত হয়েছে যা স্থানীয় সংস্থাগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পরিচালনার পন্থা পরিবর্তন এবং পরিবর্ধন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App