×

তথ্যপ্রযুক্তি

প্লেস্টোরে সম্প্রীতি ডটকম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৩:২৬ পিএম

প্লেস্টোরে সম্প্রীতি ডটকম
পশ্চিমা রাষ্ট্রগুলোতে বেকারত্বের হার, সঠিক শিক্ষার অভাব এবং ইন্টারনেটে প্রতিনিয়ত ছড়িয়ে যেতে থাকা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে বিভিন্ন ভুল তথ্য। ফলে সঠিক পথের দিশারী হতে পারছে না অনেকেই এবং এদের লক্ষ্য করে কিছু পথভ্রষ্ঠ সুবিধাবাদীরা নিচ্ছে ফায়দা। তাদের এরূপ উদ্দেশ্য অসফল হত, যদি সমাজে সম্প্রীতির বন্ধন অটুট থাকত। ঠিক এমন এক সময়ে সমাজে সম্প্রীতির বন্ধনকে অটুট করার উদ্দেশ্যে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্দ্যোগে শুরু হয় সোশ্যাল অ্যাকশন অ্যান্ড মোবিলাইজেশন ফর প্রিভেনশন অফ রেডিকালাইজেশন অ্যান্ড এক্সট্রিমিজম থ্রু এনহেনসড অ্যান্ড টারগেটেড ইন্টারভেনশন (সম্প্রীতি)। মূলত শিক্ষার্থীদের সৃজনশীলতা চর্চার মাধ্যমে সহিংস উগ্রবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে এ প্রকল্পটি কাজ করে চলেছে। এ লক্ষ্যে সম্প্রীতির অসংখ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিতর্ক, খেলাধুলা, নাটক, ছবি আঁকা, সিনেমা তৈরি, পথনাটক প্রদর্শন, উদ্যোক্তা তৈরি, লেখালেখি, শিক্ষা প্রতিষ্ঠান গ্রুপ গঠন, সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম। স¤প্রীতি প্রকল্পটিকে সফল করার জন্য বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠানের মধ্যে বিটনিক অন্যতম। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া বিটনিক একটি সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা। বর্তমান সময়ে যে কোনো উদ্যোগকে সমাজের সবস্তরে পৌঁছে দেবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বোপরি ডিজিটাল মাধ্যম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ মাধ্যমে বিটনিক একটি অন্যতম সৃজনশীল সংস্থা। সম্প্রীতি প্রকল্পটিকে সবস্তরের মানুষের কাছে পৌঁছে দেবার জন্য বিটনিক সক্রিয়ভাবে কাজ করছে। এজন্য স¤প্রীতি ডটকম নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে এ সংক্রান্ত ব্লগ, ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলির বিশ্নেষণ ও বিভিন্ন ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ওয়েবসাইটিতে সংগৃহিত কনটেন্টগুলো অ্যাপেও বিদ্যমান যা ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে। বিটনিক সম্প্রীতিকে আরো সক্রিয়ভাবে সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রীতি নামক একটি পেজ পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App