×

জাতীয়

নিখোঁজের দুইদিন পর হালতি বিল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ০৪:০৬ পিএম

নিখোঁজের দুইদিন পর হালতি বিল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার
ভ্রমনে এসে নৌকা থেকে পড়ে নিখোঁজের দুইদিন পর নাটোরের নলডাঙ্গার হালতি বিল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক মোখলেছুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার হালতি বিলের মহিষমারী এলাকায় পানিতে ভেসে উঠলে স্থানীয় কয়েকজনের সহয়তায় নাটোর ফায়ার সার্ভিসের কর্মিরা তার মরদেহ উদ্ধার করেন।পরে নলডাঙ্গা থানা পুলিশ নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমান (৩২) নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সসিটির বিজনেজ ষ্টাডিজ বিভাগের শিক্ষক ও রাজশাহীর মেহেরচন্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। এলাকাবাসী,নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ২৭ জুলাই শনিবার দুপুরে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সসিটির বিজনেজ ষ্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষক উপজেলার মিনি কক্সবাজার নামে পরিচিত হালতি বিলে একটি ইঞ্জিনচালিত নৌকা ভ্রমনে যায়।নৌকাতে চড়ে হালতি বিলের বেড়ানোর সময় খোলাবাড়িয়া এলাকায় পৌছলে প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যায় আরেক শিক্ষিকা প্রাপ্তি সাহা।এসময় ওই শিক্ষিকা তুলতে গিয়ে পানিতে ঝাঁপ দেয় শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন।পরে নৌকার মাঝি সোহাগ প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় শিক্ষক মোখলেছুর রহমান।খবর পেয়ে রাজশাহী সার্ভিসের ডুবুরিদল হালতি বিলে এসে নিখোঁজ শিক্ষক কে উদ্ধারে অভিযানে নামে।টানা দুই দিন ৬৩ ঘন্টা চেষ্টায় উদ্ধার করা সম্ভব না হলেও সোমবার খোলাবাড়িয়া গ্রামের ইকবাল,রাজু ও শামীমসহ কয়েজন যুবক ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দুরে মহিষমারী এলাকায় মৃতদেহ ভাসতে দেখে নাটোর ফায়ার সার্ভিসের সহয়তায় উদ্ধার করা হয়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান,মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App