×

জাতীয়

গোপালগঞ্জে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ১১:০৭ পিএম

গোপালগঞ্জে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৬

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৭ জন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীরা হলেন- নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের গাফফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্লা (৫০), চাঁন মিয়া (৩২), রাব্বী (২০), আসলাম শেখ কালা (৩৬) এবং একই থানার যোগানিয়া গ্রামর লোকমান মিয়া (৬০)।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন। আহত হন ২০ জন।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আহত আরও দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসলাম শেখ মারা যান।

উল্লেখ্য, নিহতরা দুর্ঘটনাকবলিত বাসের ছাদে ছিলেন। তারা ১৫/২০ জন শ্রমিক একসঙ্গে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাট কাটতে যাচ্ছিলেন। তারা দিন মজুরের কাজ করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App