×

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলা, নিহত ৩

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ১২:৫২ পিএম

ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গিলরয় শহরে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় কমপক্ষে তিনজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গিলরোয় ফুড ফেস্টিভ্যালের শেষ দিনে এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়। খবরে বলা হয়, রোববার (২৮ জুলাই) ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় গিলরয় শহরে তিনদিন ধরে চলা গিলরয় গার্লিক ফেস্টিভ্যালের শেষ দিন ছিল। এদিন সন্ধ্যায় এ উৎসবের শেষ মুহূর্তে হঠাৎ এক বন্দুকধারী হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন নিহত ও ১১ জন আহত হয়। হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন শহরটির কাউন্সিল সদস্য ডিওন ব্র্যাকো। গিলরয় চিফ অফ পুলিশ স্কট স্মিথ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, সন্দেহভাজন বেড়া কেটে উত্সবে প্রবেশ করে গুলি চালায় এবং দ্বিতীয় সন্দেহভাজন সম্ভবত সমর্থনের ভূমিকায় জড়িত থাকতে পারে। তাৎক্ষণিকভাবে হামলার বিস্তারিত জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার সময় ফেস্টিভ্যালে আসা সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছেন। স্থানীয় মেডিক্যাল সেন্টারের কর্মকর্তারা জানান, এ ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। টুইটারে দেওয়া এক বার্তায় সেখানকার সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে সেখানকার সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App