×

বিনোদন

মিমের গন্তব্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০৮:১৩ পিএম

মিমের গন্তব্য
ভালো গল্প না পেলে নতুন সিনেমায় অভিনয় করছি না। শুধু শুধু সংখ্যা বাড়িয়ে তো লাভ নেই। দর্শকের মাঝে ভালো ছবি নিয়েই হাজির হতে চাই
গ্ল্যামার আর অভিনয় নৈপুণ্যে ঢাকার শোবিজ অঙ্গনে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুই বাংলায় এখন তিনি জনপ্রিয় তারকা। সম্প্রতি এই অভিনেত্রী নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করবেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সাপলুডু’ সিনেমাটি। সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। এই ছবিটি নিয়েও বেশ আশাবাদী মিম। এই অভিনেত্রী বলেন, ভালো গল্প না পেলে নতুন সিনেমায় অভিনয় করছি না। শুধু শুধু সংখ্যা বাড়িয়ে তো লাভ নেই। দর্শকের মাঝে ভালো ছবি নিয়েই হাজির হতে চাই। এই অভিনেত্রী এখন ভারতে অবস্থান করছেন। মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করছেন। ২৬ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর একটি ওয়েব সিরিজে কাজ করবেন বলে জানিয়েছেন। মুম্বাইয়ে তিনি একটি ফ্যাশন হাউসের মডেল হিসেবে ফটোশ্যুট করেছেন। সেখানে নতুন কাজের ব্যাপারেও কথা হচ্ছে বলে জানান মিম। নতুন বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে মিম বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি। এছাড়া আরো একাধিক বিজ্ঞাপনে কাজের ব্যাপারে কথা চলছে। ঈদের পর শুরু করব। এখন নাটকের খুব বেশি অভিনয় করা হয় না। বিশেষ অনুরোধে বিশেষ দিবসে দুয়েকটি নাটক বা ওয়েব সিরিজ করা হয়। চলচ্চিত্রে অভিনয় করাই আমার মূল লক্ষ্য। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। মাঝে মাঝে বিজ্ঞাপনে কাজ করছি। এদিকে মুক্তির আগেই আলোচনা তৈরি করেছে মিম ও আরিফিন শুভ অভিনীত নতুন ছবি ‘সাপলুডু’। চলতি সপ্তাহে ছবিটির পোস্টার প্রকাশের পর অনলাইন দুনিয়ায় প্রশংসিত হয়েছে পোস্টারটি। ছবিটি নিয়ে মিম বলেন, শুধু এটুকু বলতে চাই, ‘সাপলুডু’ সিনেমার হিরো হচ্ছে গল্প। একটা সুন্দর গল্পকে ঘিরেই এই ছবিটি নির্মিত হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন মিম। একই বছরে হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্র্যান্ড এসারের শুভেচ্ছাদূত হন। মে মাসে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছাদূত হন এবং পাঁচটি বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কাড়েন। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় মিমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। পরের বছর বইমেলায় প্রকাশিত উপন্যাস ‘পূর্ণতা’। বর্তমানে সিনেমায় অভিনয় নিয়েই ব্যস্ত আছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App