×

খেলা

তামিম-সৌম্যর বিদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০৩:৫৫ পিএম

তামিম-সৌম্যর বিদায়

ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শোচনীয়ভাবে হেরেছে তামিমের দল। কলম্বোতে আজ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩৯ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। ইনিংসের ষষ্ঠ ওভারে এলবির ফাঁদে পড়েন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের বলে বিদায় নেওয়ার আগে বাঁহাতি এই ওপেনার ১৩ বলে একটি বাউন্ডারিতে করেন ১১ রান। ৩১ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। এই সিরিজে ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক মাশরাফি। ছুটিতে আছেন সাকিব, লিটন দাস। আর ইনজুরির কারণে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। টাইগারদের নেতৃত্বভার দেওয়া হয়েছে তামিম ইকবালকে। ওয়ানডের ১৪তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন ও শফিউল ইসলাম। শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও ইসুরু উদানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App