×

আন্তর্জাতিক

খনি ধসে মিয়ানমারে পুলিশসহ ১৮ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ০৯:২৯ পিএম

খনি ধসে মিয়ানমারে পুলিশসহ ১৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মিয়ানমারের কাচিন প্রদেশের একটি খনিতে ভূমিধসের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ সকালে মিয়ানমারের কাচিন প্রদেশের হপকান্ত জেড খনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ প্রধান উয়িন অং জানান, এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ধ্বংসস্তূপের নিচে আরো চারজন নিখোঁজ রয়েছে। তাদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘আমরা আরো দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেছি যাদের মাথায় আঘাত রয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন পুলিশ সদস্যার মৃত্যু হয়েছে’ বলেন পুলিশ প্রধান।

প্রসঙ্গত, মিয়ানমারের গত এপ্রিলে একটি খনিতে ধসের ঘটনায় ৫৫ জন শ্রমিক নিহত হয়। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ ১৭টি খনির কাজ বন্ধ রাখার আদেশ দেয়। কিন্তু সেই কাজ বন্ধ ছিল না বলে অভিযোগ উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App