×

আন্তর্জাতিক

ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ০৫:২২ পিএম

ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে নিহত ৮

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে অসংখ্য ঘর-বাড়ি। ছবি: সংগৃহীত

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। এসব ভূমিকম্পে অন্তত আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার ভোর সোয়া ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা প্রথম ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৪। এর ঘণ্টা দুয়েক পরেই বাটানস প্রদেশে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ৫ দশমিক ৯ জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এতে অসংখ্য ঘর-বাড়ি ধসে পড়েছে। সড়কে ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে, আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দেশ ফিলিপাইনে গত এপ্রিলে অন্তত ১১ জন নিহত হন। সেদিন রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App