×

জাতীয়

কালো পাহাড়ের দাম হাঁকা হলো ১০ লাখ টাকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ০১:৪৪ পিএম

কালো পাহাড়ের দাম হাঁকা হলো ১০ লাখ টাকা!
বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাটবাজারে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমতে শুরু করেছে গরু, ছাগলের হাট। এর মধ্যে ৩২ মণ ওজনের একটি গরুর (কালো পাহাড়) দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। উপজেলার বহরপুর, সোনাপুর, জামালপুর, তেঁতুলিয়া ও বালিয়াকান্দি পশুর হাটগুলোতে ঘুরে দেখা যায়, এলাকার খামার মালিক ও কৃষকরা হাটে নিয়ে আসছেন গরু ও ছাগল। বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের গরুর মালিক কৃষক মো. কাছেদ আলী খানের বাড়িতে গিয়ে দেখা যায়, তার খামারে মোট ১৩টি উন্নত জাতের গরু রয়েছে। এর মধ্যে রয়েছে একটি এঁড়ে গরু চোখে পড়ার মতো। গরুটির নাম কালো পাহাড়, বয়স ৪ বছর, সাড়ে ৮ ফুট লম্বা, উচ্চতা ৭ ফুট এবং তার ওজন ৩২ মণ। বিশালাকৃতি নিয়ে গরুটি বড় হয়ে উঠেছে। গরুর মালিক কৃষক কাছেদ আলী খান বলেন, আমার পালের এই গরুটির কালো পাহাড় নাম রেখেছি। এই কালো পাহাড়ের বিক্রির খবর পেয়ে উপজেলার একজন বেপারি বুধবার আমার বাড়িতে এসে গরুটি দেখে পছন্দ করলে আমি সেই বেপারির কাছে দাম চেয়েছি ১০ লাখ টাকা। বেপারি গরুটির দাম বলেছেন ৮ লাখ টাকা। আমি বিক্রি করিনি। তিনি আরো বলেন, ঈদের আরো বেশ কিছু দিন দেরি আছে। তাই গরুটির দাম আরো বেশি হবে। আর তখনই আদরের কালো পাহাড় বিক্রি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App