×

জাতীয়

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে ডিএনসিসি: মেয়র আতিকুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ১১:১১ পিএম

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে ডিএনসিসি: মেয়র আতিকুল

ছবি: সংগৃহীত

রাজধানীর ৫২টি স্বাস্থ্যকেন্দ্রে সোমবার থেকে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করানো যাবে বলে আজ শুক্রবার জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল ও কলেজ মিলনায়তনে স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের সাথে এক সভায় তিনি বলেন, ‘রবিবার সব স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার উপকরণ সরবরাহ করা হবে।’

স্বাস্থ্যকেন্দ্রগুলোর ঠিকানা জানতে নিয়ন্ত্রণ কক্ষে ০১৯৩২৬৬৫৫৪৪ নম্বরে ফোন করতে হবে। এতে পাঁচটি মাতৃসদনও থাকছে।

সরকারি হিসেবে ১ জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ৯,২৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন নয়জন। রাজধানীর বাইরের অনেক হাসপাতাল থেকেও ডেঙ্গুর খবর পাওয়া গেছে।

মেয়র আতিকুল জানান, রবিবার থেকে প্রত্যেক মশক নিধন কর্মীর সাথে ট্র্যাকিং ডিভাইস থাকবে এবং তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে।

স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা ডিএনসিসি ওয়েবসাইটে থাকা সময়সূচি অনুযায়ী কাজ করা কর্মীদের কার্যক্রম নজরদারি ও তাদের উপস্থিতি নিশ্চিত করবেন।

শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট লিডার ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ২৮ থেকে ৩১ জুলাই ঘরে ঘরে গিয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতার বার্তা পৌঁছে দেবেন বলে জানান মেয়র।

তিনি ডেঙ্গুর বিরুদ্ধে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তৃতায় বাংলাদেশ স্কাউটের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে মশা প্রতিরোধ প্রচারণা চালানোর আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার মো. জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেইন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App