×

জাতীয়

বন্যার্ত মানুষ ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ কর্মসূচী অব্যাহত থাকবে : ড. আব্দুর রাজ্জাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ০৩:৫৭ পিএম

বন্যার্ত মানুষ ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ কর্মসূচী অব্যাহত থাকবে : ড. আব্দুর রাজ্জাক
বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বিনামুল্যে সার, বীজ দেওয়া হবে। কৃষকদের যে ক্ষতি হয়েছে আপনাদের চাষাবাদ ফসল করার জন্য ভর্তুকি দেওয়া হবে। একজন মানুষও না খেয়ে থাকবে না। আপনাদের খাওয়ার কোন কষ্ট হবে না। বন্যা কবলিত এলাকায় স্থায়ী বাধ নির্মাণ করা হবে যাতে আর বন্যা না হয়। মানুষ রিলিফ চায় না তারা এখন বাঁধ চায়। যতদিন পর্যন্ত বন্যার্ত মানুষ ঘরে না ফিরবে ততদিন পর্যন্ত ত্রাণ কর্মসূচী প্রদান অব্যাহত থাকবে। শুক্রবার সকালে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেন. হতাশ হবেন না বন্যার্তদের জন্য প্রয়োজনে সবকিছু করা হবে যা লাগবে তাই দেওয়া হবে। জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামছুন্নাহার চাঁপা, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য মির্জা আজম এমপি, সদস্য আনোয়ার হোসেন, সদস্য রিয়াজুল হক, মারুফা আক্তার পপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল­াহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, ফরিদুল হক খান দুলাল এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, হোসেনে আরা এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক এ,টি,এম,কামরুল হাসান তাং, জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জামালপুর চেম্বার অফ কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাক ইস্তিয়াক হোসেন দিদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, সাবেক মেয়র নূরুন্নবী অপু। দেওয়ানগঞ্জ উপজেলার ২ হাজার বানভাসীদের মধ্যে চাল, ডাল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App