×

আন্তর্জাতিক

স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০২:৩২ পিএম

স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস্ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে। বৃহস্পতিবার ভোরে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি ৪৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) পড়ার আগে ৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল। আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র ছুড়ল। বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ৩৪ মিনিটের দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং ৫টা ৫৭ মিনিটে দ্বিতীয়টি, জানিয়েছে জেসিএস। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তেজনা হ্রাস করার জন্য এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের জলসীমার ভিতরে পড়েনি এবং তাৎক্ষণিকভাবে তাদের জাতীয় নিরাপত্তার ওপর কোনো প্রভাবও ফেলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App