×

জাতীয়

রামপুরায় যান চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০৬:১৬ পিএম

রামপুরায় যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজিপাড়ায় চোর সন্দেহে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রামপুরা সড়ক অবরোধ করেন। পরে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা রামপুরা সড়ক অবরোধ করেন। বিকাল পৌনে ৫টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্য্ন্ত তিন জনকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় পরে জানানো হবে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার (এসআই) মো. মনোয়ার হোসেন  জানান, চোর সন্দেহে গণপিটুনিতে রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম হাজিপাড়ায় ইজি গার্মেন্টসে এক শ্রমিক নিহত হন। পরে এ ঘটনার জেরে শ্রমিকরা রামপুরা সড়ক অবরোধ করেছিল। তাদের তুলে দেওয়ার চেষ্টা করলে সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ আহত হন। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App