×

বিনোদন

যৌনতা নিয়ে ভয় কাটানোই লক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০৮:৪৮ পিএম

যৌনতা নিয়ে ভয় কাটানোই লক্ষ্য
‘আমাদের দেশের জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি। জনসংখ্যার ভারে ধুঁকছি আমরা। এই অবস্থায় ফ্যামিলি প্ল্যানিং চালু না হলে ভবিষ্যতে সমস্যা আরো গভীর হবে। যৌনতা নিয়ে ভয় ও শঙ্কা কাটাতে স্কুলেই ছেলেমেয়েদের এ বিষয়ে সচেতন করা জরুরি। স্কুলে চালু করা হোক যৌন শিক্ষা।’ কথাগুলো বলছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষি। এই নায়িকা তার নতুন ছবি ‘খানদানি সাফাখানা’র প্রচারে এসে এ বিষয়ে কথা বলেন। এদিকে ছবির পরিচালক শিল্পী দাসগুপ্তা জানান, মজার ছলে ও বিনোদনের মোড়কে যৌনতা নিয়ে ভয় কাটানোই এ ছবির লক্ষ্য। ছবির গল্প এক নারীকে ঘিরে, যিনি তার মামার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি সেক্স ক্লিনিক পেয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় ট্রেলার। এখানে দেখা যায়, ছোট শহরের এক তরুণী বেবি বেদি। তার মামার সেক্স ক্লিনিকের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বসে সে। এমনিতেই ভারতে যৌনরোগ বা যৌনস্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে অস্বস্তি বোধ করে। সেখানে দাঁড়িয়ে বেবি বেদির চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এ ধরনের সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্লিনিকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সোনাক্ষি ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন বরুন শর্মা, অন্নু কাপুর, নাদিরা বব্বর এবং কুলভ‚ষণ খারবান্দা। জানা গেছে, আগামী ২ আগস্ট মুক্তি পাচ্ছে ‘খানদানি সাফাখানা’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App