×

মুক্তচিন্তা

ঢাবি কর্তৃপক্ষকে সমাধান দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ১০:১৮ পিএম

ঢাকার সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি নিয়ে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই সংকটের পেছনে সাত কলেজ বা এর শিক্ষার্থীদের কোনোই দায় নেই। এর মধ্যে সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবির আন্দোলনে নামে ছাত্রলীগ। অন্যদিকে ছাত্রলীগের দাবি উপেক্ষা করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই অচলাবস্থার একটা জরুরি বিহিত দরকার। দ্রুত এই সংকটের সমাধান না হলে লাখ লাখ শিক্ষার্থীর জীবনে চরম অনিশ্চয়তা নেমে আসবে। ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে। কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ সরকারি তিতুমীর কলেজ। ২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাপ কমাতে ওই বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকার সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। পরে ওই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে সভা হয়। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা কলেজগুলোকে তাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে একমত হন। কিন্তু এরপর সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা সংকটে পড়ে। অধিভুক্তকরণের এই সিদ্ধান্ত বাস্তবসম্মত ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কর্মকাণ্ডের বাইরে প্রায় পৌনে দুই লাখ শিক্ষার্থীর দায়িত্ব নেয়ার সক্ষমতা যে প্রতিষ্ঠানটির নেই, সেটাও স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিষয়ে সমন্বয়হীনতা রয়েছে। বলতেই হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির বিষয়টি গোড়াতেই পরিপক্ব ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টানাপড়েন ছিল। কিন্তু এরপর তো অনেক সময় গড়িয়ে গেছে, আর কত? এসব কিছুর ফল ভোগ করতে হবে কেন শিক্ষার্থীদের? তাদের শিক্ষাজীবন কেন অনিশ্চিত হবে? তারা পরীক্ষার ফল প্রকাশ চান, তারা পরীক্ষা দিতে চান, তারা ক্লাস করতে চান। তাদের এই ন্যায্য দাবির সুরাহা কেউ দিতে পারছে না। আশার কথা আগামী ১৫ দিনের মধ্যে বৈজ্ঞানিক পন্থায় অধিভুক্তি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক . মো. আখতারুজ্জামান। আমরা ঢাবি উপাচার্যের কথায় আস্থা রাখতে চাই। কোনোভাবেই যেন আলোচিত সাত কলেজের এই ভাগ্য বিড়ম্বিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর ক্ষতিগ্রস্ত না হয়- ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App